শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে, নিহত ২৫০

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। বুধবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে।

স্থানীয় একজন সরকারী কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি বাড়তে পারে এবং আরও ১৫০ জনেরও বেশি আহত হয়েছে। খবর বিবিসির।

ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে আঘাত হানে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভব হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ছবিতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ ও বাড়িঘর ধ্বংস হতে দেখা গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *