লোকসানে চাষিরা, লিচুর ফলন বিপর্যয় ঈশ্বরদীতে

মৌসুমি ফল ও ফসল

নিউজ ডেষ্ক- চলতি মৌসুমে বৈরি আবহাওয়া ও ভেজাল কীটনাশক প্রয়োগের ফলে ফলন বিপর্যয়ে পড়েছে পাবনা জেলার ঈশ্বরদীর লিচু চাষিরা। লিচু উৎপাদনের বিপরীতে ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন জেলার প্রান্তিক চাষিরা। পাইকারি বাজারে ১ হাজার লিচু ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হলেও দাম কম পাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক চাষি ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ঈশ্বরদীতে ৩ হাজার ১শ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে। লিচু গাছের সংখ্যা সাড়ে তিন লাখের ওপর। শতকরা ৯০ ভাগ গাছেই এবার লিচুর ফলন হয়েছে। ফলন বেশি হলেও আকারে ছোট ও বিবর্ণ হওয়ায় চাষিরা কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হয়েছেন।

কৃষক আজাদ বলেন, প্রতিবছরের মত এবছরও লাভের আশায় লিচু আবাদ ক্রুছি। গত দুই বছর করোনার কারণে লিচুতে কিছুটা লোকসান হয়েছিল। কিন্তু এ বছর প্রচণ্ড খরার কারণে সেভাবে গুটিতে কীটনাশক স্প্রে করা সম্ভব হয়নি। যারফলে লিচুর আকার ছোট হয়েছে। এছাড়াও অনেক লিচু ঝরে গেছে। এ বছর খরচের টাকাই উঠবে কিনা সে ব্যাপারে তিনি শঙ্কা প্রকাশ করেন

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল আলম খান জানান, চলতি বছর বিরূপ আবহাওয়ার কারণে লিচুর ফলন প্রত্যাশামত হয়নি। সময়মতো বৃষ্টিপাত হলে লিচুর ফলনের এমন বিপর্যয় হতো না। তাছাড়া কৃষকরা পরিমাণের তুলনায় কখনও বেশি আবার কখনো কম সার, কীটনাশক ব্যবহার করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *