লিটনের সেঞ্চুরি, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ

Uncategorized

নিউজ ডেষ্ক- ভয়াবহ বিপর্যয়কে ভালোভাবেই কাটালেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এ দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ।

যেখানে ২৪ রান করতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ওই ৫ উইকেটেই সংগ্রহ দুইশ’র কাছে।

১৮৪ রানের দারুণ জুটি গড়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

২৫ বা এর কম রানে ৫ উইকেট হারানোর পর টেস্ট ইতিহাসের সেরা জুটি এটি। আগের সেরা ছিল পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিনের। সেই ১৯৫৯ সালে, সেটিও ছিল ঢাকায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হারানোর পর ৮৬ রান যোগ করেছিলেন এই দুজন।

ইতোমধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। অন্যজন সেঞ্চুরির পথে।

১৫৪ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রান করেছেন এ উইকেট কিপার ব্যাটার।

১৯৩ বল খেলে মুশফিক আছেন ৮৭ রানে।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রগ ৬৪ ওভারে ৫ উইকেটে ২১৩ রান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *