নিউজ ডেষ্ক– সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাশের মিছিল থামছেই না। শনিবার বরগুনা ৩০ টি লাশের জানাজা সম্পন্ন করে গণকবরে দাফন করা হয়েছে। বাকি লাশগুলো স্বজনরা এসে শনাক্ত করেছে এবং জেলা প্রশাসক স্বজনদের কাছে সেগুলো হস্তান্তর করেছে। তবে এত কিছুর মাঝেও অক্ষত রয়ে গেছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ। আর এমন অলৌকিক ঘটনা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নদী তীরে স্বজনরা ভিড় করেন শুরু থেকেই। সময় বাড়ার সাথে সাথে দীর্ঘ হয় ভিড় সেই সঙ্গে বাড়ে স্বজনদের আহাজারি। এদের মধ্যে বেশিরভাগই এখনো জানেন না তাদের প্রিয়জন এখনো বেঁচে আছেন নাকি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
এদিকে লঞ্চে আগুন লাগার ঘটনায় আহত প্রায় ৭০ জনকে গতকাল (শুক্রবার) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরের আলো ফোটার আগে হাসপাতালে স্বজনদের আহাজারি যেন বাড়তেই থাকে। দগ্ধ স্বজনের খোঁজে হাসপাতালে ভিড় জমাতে থাকেন তারা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লাশের সারি সময়ের সাথে সাথে দীর্ঘ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করে। আজ (শনিবার) বরগুনা ৩০ টি লাশ জানাজা শেষে গণকবরে দাফন করা হয়েছে। বাকি লাশগুলো স্বজনরা এসে শনাক্ত করেছে এবং জেলা প্রশাসক স্বজনদের কাছে সেগুলো হস্তান্তর করেছে।
এদিকে সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামক লঞ্চে আগুন লাগার ঘটনায় আহত হওয়া প্রায় ৭০ জন যাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।