নিউজ ডেষ্ক– রাশিয়ান শহর সেন্ট পিটার্সবার্গগামী একটি রুশ জাহাজ ইংরেজি চ্যানেলে আটক করেছে ফ্রান্স। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফরাসি কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার কারণে জাহাজটিকে আটকানো হয়। জাহাজটিকে বোলোন-সুর-মের উত্তর বন্দরের দিকে ফিরিয়ে দেওয়া হয় বলেও ফরাসি কর্তৃপক্ষ জানায়।
ফরাসি কর্তৃপক্ষ আরও জানায়, ফরাসি সরকারের অনুরোধের পর জাহাজটিকে ফরাসি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি মস্কোর বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি কোম্পানির বলে ধারণা করা হচ্ছে। ফরাসি সীমান্ত বাহিনী বর্তমানে কার্গো জাহাজটিতে তল্লাশি চালাচ্ছে।
এদিকে, ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস জাহাজ আটকের বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে বলে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে।