নিউজ ডেষ্ক- হারটাকে লজ্জাজনক বলাই যায়। কারণ দক্ষিণ আফ্রিকার একজন ব্যাটসম্যানের রানও তুলতে পারেনি পুরো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ মিলে। সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব বাহিনী।
টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ২০৬ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো করেছেন ১০৯ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশৈর ইনিংস থেমেছে ১০১ রান। ফলে ১০৪ রানের বিশাল হারের মুখ দেখেছে টাইগাররা।
এমন ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক সাকিব মনে করেন, প্রোটিয়াদের হয়ে রেকর্ড জুটি গড়া রুশো আর ডি ককের ব্যাটিংয়ের কাছেই হেরে গেছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘নির্দিষ্ট ব্যাটারদের নিয়ে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। রুশোকে নিয়েও পেসারদের কিছু পরিকল্পনা ছিল। আমরা যেভাবে বল করতে চেয়েছি সেভাবে করতে পারিনি। রুশো সেট হয়ে গেলে কত ভয়ানক ব্যাটার হয়ে ওঠে আমরা জানি। আজ সেটাই দেখাল। আমরা ম্যাচে ফেরার খুব বেশি সুযোগ পাইনি। রুশো ও ডি কককে কৃতিত্ব দিতেই হবে, তাদের পার্টনারশিপই ম্যাচ ছিনিয়ে নিয়েছে।’