রুমিন ফারহানার গাড়ি আটকে দিল পুলিশ

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যাক্তিগত গাড়ি পথেই আটকে দিয়েছে পুলিশ।

আজ (শনিবার) দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত থাকা পুলিশ সদস্যরা।

মূলত ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, “রুমিন ফারহানার সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। তার গাড়ি আটক করা হয়নি।”

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে আজ (শনিবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশর ডাক দেয় জেলা বিএনপি। একই সময় ছাত্রলীগও একই স্থানে ছাত্র সমাবেলে ডাক দেয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে প্রশাসন।

এর আগে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আ.লীগ এবং বিএনপির সমর্থকদের মাঝে মারামারির ঘটনা ঘটে। যেখানে দুদলের নেতা-কর্মীরা গুরুত্বর আহত হন। আর তাই সকল অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এমনকি ব্রাহ্মণবাড়িয়াতে ১৪৪ দ্বারা জারি করে প্রশাসন। আর তাই ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপির নেতা-কর্মীদের ঢুকতে বাধা দিচ্ছে স্থানীয় পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *