নিউজ ডেষ্ক- নিউজিল্যান্ডের বিপক্ষে ১ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশের টেস্ট সিরিজ। তার আগে আজ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে মুমিনুলের দল।
কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল-২ এ বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটিতে বাগড়া দেয় বৃষ্টি। খেলা শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের জন্য মাঠ ছিল অনুপযুক্ত। তবে লাঞ্চের আগে টস অনুষ্ঠিত হয় এবং টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪ রান তুলতেই আবারও বৃষ্টি নামে। ওই অবস্থাতেই লাঞ্চের বিরতিতে যায় দু’দল।
বিরতির পর আবারও শুরু হলে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল দু’দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি। তবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে আবারও বাগড়া দেয় বৃষ্টি। এ সময় স্বাগতিকদের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ৫৮। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও মাঠে গড়ায় খেলা। এবার মাত্র খেলা হলো একটি বল। সে বলটিতে বাউন্ডারি হাঁকালেন কিউই ব্যাটার জেজেএনপি ভুলা। তাতেই ঝুম করে আবারো নামলো বৃষ্টি।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারও শুরু হয় খেলা। এবার আর মাত্র ৩ ওভার ব্যাটিং করতে পারে কিউইরা। ২৭.৩ ওভারের সময় নিউজিল্যান্ড একাদশের রান যখন ৭১, তখনই আবারো নামে বৃষ্টি। ততক্ষণে ৫উইকেট হারিয়ে বসে কিউইরা। এরপর আর দিনের খেলা মাঠে গড়ায়নি।
এদিন বল হাতে বাংলাদেশের বোলারদের মধ্যে বিধ্বংসী ছিলেন আবু জায়েদ রাহী এবং তাসকিন আহমেদ। এ দুই বোলার তুলে নেন নিউজিল্যান্ড একাদশের ৫ উইকেট। রাহী নেন ৩টি এবং তাসকিন পকেটে যায় ২ উইকেট।