রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিতে রাজি বেলারুশ

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- ইউক্রেন আগ্রাসনের পঞ্চম দিনে এসে রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিতে রাজি হয়েছে প্রতিবেশি দেশ বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার মিত্র। তাকে যুদ্ধে যোগ দিতে রাজি করিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসহ ওয়াশিংটন পোস্ট এমনটাই জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইউক্রেনে সেনা পাঠানোর সব আয়োজন সেরে ফেলেছে বেলারুশ। সোমবারই তাদের সৈন্যরা ইউক্রেনে পৌঁছানোর কথা রয়েছে।

এছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য গত কয়েক দিন প্রতিবেশি বেলারুশকে ‘স্প্রিংবোর্ড’ হিসেবে ব্যবহার করছিল রাশিয়া। এখন রাশিয়ার সহায়তায় বেলারুশ নিজেই ইউক্রেনে সেনা পাঠাচ্ছে।

ইউক্রেনের পত্রিকা কিয়েভ ইনডিপেনডেন্ট লিখেছে, স্থল সীমান্ত ব্যবহার না করে বেলারুশ তাদের সেনা বিমানে করে পাঠাবে।
এর আগের খবর ছিল, বেলারুশের মধ্যস্থতাতেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা হবে।

ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইভগেনি ইয়েনিন জানিয়েছিলেন, বেলারুশ সীমান্তের গোমেলে তিন প্রতিবেশি দেশ এ বৈঠকে যোগ দেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছিলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। আমরা একমত হয়েছি যে, ইউক্রেইনের প্রতিনিধি দল বিনা শর্তে ইউক্রেইন-বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর কাছে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *