শুরুর দিকে আশ্বিনা আমদের তেমন একটা দাম না থাকলেও মৌসুম শেষের দিকে চড়া দামেই বিক্রি হচ্ছে রাজশাহীর আশ্বিনা আম। এতে করে চাষি ও ব্যবসায়ীরা খুশি হলেও হতাশ ক্রেতারা।
বর্তমানে চারঘাটের পাইকারি বাজারে প্রতি মণ আশ্বিনা আম বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ টাকা দরে। অপরদিকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও প্রতি মণ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা ছিল।
চারঘাটের রায়পুর এলাকার এক আম চাষি বলেন, ‘মৌসুমের শুরুর দিকে বাজারে আমের আমদানি বেশি ছিল, দামও কম ছিলো। ঈদের আগেও ভালো দাম পাওয়া যাইনি। তবে এখন আশ্বিনার দাম বাড়ায় পুরোপুরি না হলেও ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা গেছে।
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, আমের মৌসুম শেষের দিকে। বর্তমানে বাগানে আশ্বিনা আম আছে। বাজারে অন্য জাতের আম না থাকায় এই আমের দামটা একটু বেশি।