রমজানের শেষ জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

ইসলাম

নিউজ ডেষ্ক- এ বছরের রমজান মাসের শেষ জুমা পবিত্র জুমাতুল বিদা আজ। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমসহ সব মসজিদে ঢল নামে মুসল্লিদের।

শুক্রবার জুমার নামাজের পর সব মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

রমজানের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা।

জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। সুতরাং এ পুণ্যময় দিনটির যথাযথ সদ্ব্যবহার করা উচিত।

রমজানের শেষ জুমা হিসাবে মুসলিম উম্মাহর কাছে দিনটির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। জুমার দিনের স্বতন্ত্র ফজিলত অনেক বেশি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *