যুবদলের সমাবেশে পুলিশের লাঠিপেটায় আহত ২৫

বাংলাদেশ

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে হত্যার প্রতিবাদে যশোর যুবদল এ সমাবেশের আয়োজন করে।

সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর এ লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি নেতারা দাবি করেছেন। পুলিশ বলছে, করোনার বিধি-নিষেধ না মেনে সভা করায় তাঁদের হটিয়ে দেওয়া হয়েছে।

সভায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে যায় এবং অতর্কিত সমাবেশে অংশ নেওয়া কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এ সময় নেতাকর্মীর ছোটাছুটি শুরু করেন।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, ‘পূর্বনির্ধারিত এ কর্মসূচির বিষয়ে পুলিশ অবহিত ছিল। কোনো কারণ ছাড়াই পুলিশের একটি টিম এসে সভার পেছনের দিকে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে আমাদের অনেক কর্মী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ‘

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেছেন, কোনো কারণ ছাড়াই পুলিশ তাঁদের সভায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে অন্তত ২৫ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তিনি দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, করোনার কারণে সরকার জনসমগম না করতে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু যুবদল নির্দেশনা অমান্য করে সভার আয়োজন করে। ডিবি পুলিশের একটি টিম সেখানে গিয়ে তাদের সভা না করার জন্য বলে। এ সময় নেতাকর্মীরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। সেখানে কোনো লাঠিচার্জ করা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *