নিউজ ডেষ্ক- এবার নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছেন আর্জেন্টাইন তারকা মেসি। প্রথম ম্যাচেই এক অ্যাসিস্টের পাশাপাশি করেছেন দুই গোল। মেসির পারফরমেন্সে খুশি পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি।
ম্যাচ শেষে গালতিয়ের বলেন, ‘জাপান সফরে মেসির সঙ্গে পরিকল্পনা করেছি, কথা বলেছি রক্ষণভাগের খেলোয়াড়দের সঙ্গেও। মেসি যেন সব সময় ভালো পারফর্ম করতে পারে সেজন্য তাঁকে সুযোগ তৈরি করে দিতে হবে। ’
মেসির পারফরমেন্সের ওপরই দলের সাফল্য নির্ভর করে বলে মনে করেন কোচ, ‘মেসি খুবই চৌকস একজন খেলোয়াড়। কখন কোথায় থাকতে হবে সে সেটা জানে, সেভাবেই নিজের পছন্দ মতো পজিশনে চলে যায়। সে তার চারপাশের খেলোয়াড়দের নিয়ে খেলতে পছন্দ করে। যখন মেসি হাসে, দলও হাসে। ’
গতরাতের ম্যাচে উজ্জ্বল ছিলেন পিএসজির আরেক তারকা নেইমার। একটি গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। পিএসজির অপর দুটি গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কিনিউস। ইনজুরির কারণে দলে নেই কিলিয়ান এমবাপ্পে। কোচের বিশ্বাস এমবাপ্পে ফিরলে পিএসজি আরো ভয়ানক হয়ে উঠবে।