নিউজ ডেষ্ক– পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মুশফিকুর রহিমের। প্রধান নির্বাচক বিশ্রামের কথা বললেও ভিন্ন সুর মুশির কন্ঠে। টি-টোয়েন্টি দল থেকে মুশফিকের বাদ পড়া ইস্যুতে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে নীরব ভূমিকা পালন করলেন অধিনায়ক মাহমুদউলাহ।
টি-টোয়েন্টি দলে জায়গা হারানো নিয়ে মুশফিক ও প্রধান নির্বাচকের দুই ধরণের মন্তব্য নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে চলছে। দল ঘোষণার দিন মুশফিককে বিশ্রাম দেওয়ার কথা সংবাদমাধ্যমকে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কারণ সামনে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে যা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে মুশফিক বলছেন ভিন্ন কথা।
এই ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন কাপ্তান মাহমুদউল্লাহ। সাংবাদিকদের করা প্রশ্নে রিয়াদ বল ঠেলে দেন টিম ম্যানেজমেন্টের কোর্টে। তিনি বলেন, “এ বিষয়ে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টর কাউকে প্রশ্ন করলে সবছেয়ে ভাল হবে। আমি এটা নিয়ে কোন ধরনের কমেন্ট করতে চাই না।”
সাধারণত অধিনায়কও দল গঠনের বড় অংশ। কাকে দলে রাখা হবে কিংবা কাকে রাখা হবে না, এসব ব্যাপারে অধিনায়কের মন্তব্যও অনেক বেশী জরুরী। অবশ্য রিয়াদ জানান তিনি ম্যানেজমেন্টের অংশ হলেও, কোন ধরনের সিদ্ধান্ত নেন না। টিম ম্যানেজমেন্টকে নিয়ে মুশফিকের বক্তব্য দেখেই এ ব্যাপারে মুখ খুলতে চান বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক।
“হ্যাঁ, বাট আই ডোন্ট টেক ডিসিশনস। দেখেন মুশফিক বিষয়টি নিয়ে কি বলেছে আমি নিজেও জানি না, সো আমি আগে জানি, আমি দেখি তারপর না হয় বিষয়টি নিয়ে মন্তব্য করবো।”
পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে দলে নেই সাকিব। নেই মুশফিকও, তামিম তো অনেক মাস ধরে টি-টোয়েন্টি সেট-আপে নেই। পাকিস্তানের বিপক্ষে মাঠে অধিনায়ককে পরামর্শ দেওয়ার মতো নেই কোনো সিনিয়র। তবে কে আছে, কে নেই- এই নিয়ে চিন্তা করতে চান না মাহমুদউল্লাহ।