মিরাজদের প্রশংসা ঝরল উইন্ডিজ অধিনায়কের মুখে

খেলা

নিউজ ডেষ্ক- অ্যান্টিগা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে বাংলাদেশ ডুবলেও বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিশেষ করে পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন সাকিব। মোস্তাফিজুর, এবাদত আর খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথমদিন উইন্ডিজরা লিড নিতে পারেনি বলে জানান সাকিব।

এবার বাংলাদেশের বোলারদের প্রশংসা ঝরল প্রতিপক্ষের অধিনায়কের মুখে।

অ্যান্টিগায় বোলিংয়ে দাপোট দেখিয়েছেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিজাদুতে ২৬৫ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজরা।

৫৯ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিন পেসার মিলে নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশি বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ক্রেইগ ব্রাথওয়েট। ২৬৮ বলে ৯৪ রানের ম্যারাথন ইনিংস খেলেন ক্যারিবীয় অধিনায়ক।

বাংলাদেশের বোলারদের প্রশংসা করে ব্রাথওয়েট, ‘বাংলাদেশের বোলাররা সত্যিই ভালো বল করেছে। উইকেট মন্থর হলেও পেসারদের জন্যও কিছু আছে। বোনারের সঙ্গে তৃতীয় উইকেটে ১৭৫ বলে গড়েন ৬২ রানের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে। স্পিনাররা ভালো করেছে। লাইন–লেংথ ধরে রেখেছে।’

১৬২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১৮ ও নাজমুল হোসেন শান্ত ৮ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন। ১১২ রানে পিছিয়ে আছে টাইগাররা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *