মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে পুলিশের সামনেই আগুন দিলো যুবক

জাতীয় breaking subled

রাজশাহী নগরীর কোর্ট বাজার এলাকা। তিনমাথার এই মোড়টিতে ডিউটিরত অবস্থায় ছিলেন পুলিশের সার্জেন্ট কাইয়ুম। নগরী থেকে কাশিয়াডাঙ্গা যাবার পথে আশিক নামের এক যুবক টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের একটি মোটরসাইকেলে তিনজন আরোহীসহ থামানো হয় পুলিশের চেকপোস্টে। মোটরসাইকেলের কাগজ না থাকায় মামলা লিখতে শুরু করেন সার্জেন্ট। এমন সময় আশিক ক্ষুব্ধ হয়ে নিজের নতুন মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। চোখের সামনে নিমিষেই দাউ দাউ করে পুড়ে যায় বাইকটি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাফিক পুলিশের হয়রানির কারণে অনেক ক্ষেত্রেই অতিষ্ঠ হয়ে পড়ছেন বাইক চালকরা।

তবে কি কারণে ব্যবসায়ী আশিক তার নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন, তা জানালেন তিনি নিজেই

তিনি জানান, ঘনঘন ট্রাফিক পুলিশের দেয়া মামলায় বিরক্ত তিনি। এছাড়াও মোটা অংকের ঋণগ্রস্ত থাকায় রাগের মাথায় কাজটি নিজেই করেন তিনি।

ঘটনার পরপরই পুলিশ আশিককে এবং তার পুড়ে যাওয়া মোটরসাইকেলটি নিয়ে আসে ট্রাফিক পুলিশ কার্যালয়ে।

রাজশাহী ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা জানান, পুলিশের পক্ষ থেকে কোনও জোরজবরদস্তি করা হয়নি। কেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বছরখানেক আগে রাজধানী ঢাকাতেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এবার সেই ক্ষোভের আগুনে পুড়ল রাজশাহীর একটি মোটরসাইকেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *