নিউজ ডেস্ক– সপ্তম ধাপে খাগড়াছড়ির পানছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলার চার ইউপির মধ্যে কেবল একটি ইউপিতে জয় পেয়েছে নৌকার মনোনীত প্রার্থী। বাকি তিন ইউপিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। এদিকে সোমবারের নির্বাচনের ফলে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মনিন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন মাত্র ৯৬ ভোট! ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত বার্তা প্রেরণ শিটে দেখা যায় , চেঙ্গী ইউনিয়ন পরিষদে মোট ভোটার ছয় হাজার ৭৭৯ ভোট। এর মধ্যে পাঁচ হাজার ৪০১ ভোটার ভোট দিয়েছেন। এই ইউনিয়নে নৌকার প্রার্থী ৯ কেন্দ্রে সবচেয়ে কম ভোট পেয়েছেন ক্ষমতাসীন দলের ওই প্রার্থী।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটরসাইকেল প্রতীকে এক হাজার ৪৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পানছড়ি সদর ইউপির দুটি কেন্দ্র স্থগিত করায় চেয়ারম্যান প্রার্থীর ফল ঘোষণা করা হয়নি।