ভোট না দেয়ায় ব্যবসায়ীর দোকান ভেঙে দিলেন ইউপি সদস্য

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- ঢাকার ধামরাইয়ে নবনির্বাচিত এক ইউপি সদস্য শপথ নেয়ার পরদিনই ভোট না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকান ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ওই ব্যবসায়ী মারধরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল (সোমবার) সকালে চৌহাট ইউনিয়নের দ্বিমুখা বাজারে।

জানা যায়, ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের সাইফুল ইসলাম ওরফে ছয়ফর গত কয়েক বছর ধরে দ্বিমুখা বাজারে কালিমন্দিরের পুকুরের পাড়ে ভাসমান একটি দোকান তৈরী করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। গতকাল (সোমবার) সকালে ওই দোকানঘরটি চৌহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নাজমুল হাসানের লোকেরা ভেঙে দেয়।

ভুক্তভোগী সাইফুল ইসলাম ছয়ফর বলেন, “নির্বাচনে তাকে ভোট দেইনি বলে আমার দোকানঘরটি ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করে দিছে নতুন নির্বাচিত মেম্বার (সদস্য) নাজমুল হাসান সঞ্চয়। ভয়ে আমি এখন বাড়ি পলিয়ে আছি। এখন আমি মামলা করতেও সাহস পাই না।

স্থানীয়রা জানান, “নির্বাচনের সময় সাইফুল ইসলাম ছয়ফর ও তার পরিবারের ভোটের জন্য ওই মেম্বার প্রায় ১ ঘন্টা তার বাড়িতে গিয়ে বুঝানোর পরও তাকে ভোট দেয়ার জন্য রাজি করাতে পারেনি। এতে ক্ষীপ্ত হয়ে যান নবনির্বাচিত মেম্বার। আর এজন্যই শপথ নিয়ে তার ঘরটি ভেঙে দেন তিনি।”

এ বিষয়ে ইউপি সদস্য নাজমুল হাসান সঞ্চয় বলেন, “ভোট না দেয়ার কারণে নয় মূলত সরকারি খাস জমিতে রাস্তার পাশে দোকানঘরটি থাকার কারণেই ভেঙ্গে দেওয়া হয়।”

ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ওসি শেখ রাসেল বলেন, “দোকানঘর ভাঙ্গার বিষয়টি আমি শোনেছি। তবে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *