ভোট দিতে এসে আবারও হুমকির শিকার সুবর্ণচরের সেই নারী

বাংলাদেশ

নিউজ ডেস্ক- ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যম বাগ্যার নিজ বাড়িতে পৈশাচিক নির্যাতনের শিকার হওয়া সেই নারী আবারও হুমকি পেয়েছেন। এবার তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নের নির্বাচনে মধ্যম চরবাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন সেই নারী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, এবারও চরজুবলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আবদুল মালেক কন্ট্রাক্টরের পক্ষে কাজ না করায় ভোটের পরে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী জানান, অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে তিনি ভোট দিতে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন। ভোট দেওয়ার সময় তাকে কেউ কোন বাধা দেয়নি। তবে ভোটের পর পরিস্থিতি কি হবে তা নিয়ে বেশ ভয়ে আছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে এই নারী জানান, এ মুহুর্তে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। এদিকে, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন আবদুল মালেক কন্টাক্টর। তিনি বলেন, ‘আমিও বিএনপি করি। সেও (ভুক্তভোগী নারী) বিএনপি করে। তাকে আমি কেন হুমকি দিবো? সে তো আমার দলের লোক। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি তাকে কোন হুমকি ধমকি দেইনি।’

জানা গেছে, আবদুল মালেক কন্টাক্টর চরজুবলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। চরজুবলি ইউনিয়নের একই ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদে এবার নির্বাচন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) দীপক জ্যোতি খীসা জানান, এ বিষয়ে ওই নারীকে লিখিত অভিযোগ দিতে বলা হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *