ভোটে হারায় গরীবদের দেওয়া কম্বল ফেরত নিলেন প্রার্থী

Uncategorized

নিউজ ডেষ্ক- বছর দুই আগে শীতের সময় পরিষদের অনুদানের টাকায় কয়েকজন দুস্থর মাঝে কয়েকটি কম্বল বিতরণ করেছিলেন সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রমেছা খানম। কিন্তু এবার নির্বাচনে হেরে যাওয়ায় তিনি সেই কম্বল ফেরত নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এবারের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে লড়াই করেন রমেছা খানম। গত রোববার অনুষ্ঠিত ভোটে পরাজিত হন সাবেক এই সদস্য।

জানা যায়, দুই বছর আগে অনুদানের টাকায় আকুয়া গ্রামের চার ব্যাক্তিকে (মকবুল হোসেন, অনু মিয়া, সংকু এবং বংকু) একটি করে কম্বল দেন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম। তবে যাদের তিনি কম্বল দিয়েছিলেন তারা এবারের বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে হেরে যাওয়ায় রমেছা তাদের কাছ থেকে কম্বলগুলো ফেরত নিয়ে নেন।

মকবুল হোসেন বলেন, “ দুই বছর আগে আমাদের চার ভাইকে চারটি কম্বল দেন রমেছা। এবারের নির্বাচনে আমাদের পাশের বাড়ির জোসনা বেগমের হয়ে আমরা কাজ করি। এমনকি তিনি (জোসনা) বিজয়ী হন। এ কারণে রমেছা আমাদের দেওয়া কম্বলগুলো ফেরত নিয়ে নেন।”

অনু মিয়া বলেন, “গরিবদের প্রতি তার অবিচার আগে থেকেই। এ জন্যই তার পক্ষে নির্বাচন করিনি। তাই কম্বল নিয়ে গেছেন।”

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম বলেন, “কম্বল ফেরত নেওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরোধীরা এখন তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি মনে করি বিষয়টি মোটেও ঠীক হচ্ছে না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *