নিউজ ডেষ্ক- রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের ফাইল টাকা দেওয়া ছাড়া নড়ে না। আর এমনটা করে থাকেন খোদ রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক বাবুল চন্দ্র সরকার। তার ঘুস লেনদেনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বাবুল চন্দ্র সরকার সাধারন মানুষের কাছে বাবু সাহেব নামে পরিচিত হলেও অনিয়ম, ঘুস বাণিজ্য ও হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভূমি অফিসের নামজারি, মিসকেসসহ নানান গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গেলে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেগুলোর সমাধান করে দেওয়ার নিশ্চয়তা দেন। যার ফলে ভুক্তভোগীদের তার দপ্তরে গিয়ে ঘুরতে হয় দিনের পর দিন।
ঘটনার স্বীকার কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে জানান, ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজই করে দেন না তিনি। তার ওপরের স্যারকে ম্যানেজ করে যেভাবেই হোক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে নিয়ে নেন মোটা অংকের টাকা।
তার এ অনিয়মের একটি ভিডিও গোপনে ধারণ করা হয়েছে। সেখানে দেখা গেছে মোটা অংকের টাকা গ্রহণ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, দুজন বৃদ্ধলোক নামজারির একটি কাজে তার হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিচ্ছেন। আর তার এমন অনিয়মের কাজে সহযোগিতা করছেন ওই ভূমি অফিসের একজন বিখ্যাত দালাল।
ভিডিওটির শুরুতে এই কর্মকর্তা একটি কাজে দালালকে উদ্দেশ করে একটু বিরক্তিকর সুরে বলেন- “তুমি এই সকাল বেলা কী পচা কামডা (কাজ) নিয়ে আইছো।” পাশে থাকা লোকটিকে বলতে শুনা যায় ‘না বাবু পচা না, এগুলো করে দিতে হবে। এছাড়া কোনো উপায় নাই।’ পরে ওই কর্মকর্তা আরও কিছু টাকা দাবি করলে (শব্দ অস্পষ্ট) দালাল তখন তাকে ম্যানেজ করার চেষ্টা করেন।
আর এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, “আপনি আমার কাছে যেকোনো মাধ্যমে ভিডিওটি পাঠালে আমি সেটা বিশদ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”