নিউজ ডেষ্ক- এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচ। ভারত-পাকিস্তানের সেই হাইভোল্টেজ ম্যাচে না খেলেও মাঠে আছে বাংলাদেশ। তাও আবার দুই বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান ও গাজী সোহেলের কল্যাণে।
মাসুদুর রহমান দায়িত্ব পালন করছেন অনফিল্ড আম্পায়ারের। আর গাজী সোহেল রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেকজন অনফিল্ড আম্পায়ার হলেন শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে। একই ম্যাচে লঙ্কান রবীন্দ্র উইমালাসিরি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন জেফ ক্রো।
মাসুদুর রহমান এর আগে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪১ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। আর গাজী সোহেল ২৮টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে অন ফিল্ডে ১৭ ম্যাচে। সবচেয়ে গৌরবের ব্যাপারটি হলো দুজনেরই এশিয়া কাপের মতো বড় আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা এই প্রথম।