ভারত থেকে চারা সংগ্রহ করে আপেল চাষে সফল উদ্যোক্তা প্রণব

মৌসুমি ফল ও ফসল

নিউজ ডেষ্ক- পরীক্ষামূলক ভাবে আপেল চাষ করে সফলতা লাভ করেছেন এক তরুন কৃষি উদ্যোক্তা। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আপেলের বেশ কিছু চারা সংগ্রহ করে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আপেল চাষ করেন প্রণব হালদার। আপেলের পাশাপাশি আলুবোখারা, আম, ড্রাগন ও আনারসহ অন্যান্য ফলের আবাদও করেছেন তিনি।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুভাঙ্গা গ্রামের যুবক প্রণব হালদার। মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা শেষ করেছেন। ইউটিউব থেকে আপেল চাষ সম্পর্কিত প্রশিক্ষণ নিয়ে ২০২০ সালে ৫৫ শতক জমিতে রোপন করেন আপেল। পেয়েছেন সফলতা । তাই এখন বাণিজ্যিক ভিত্তিতে আপেল চাষের স্বপ্ন দেখছেন প্রণব।

তার সফলতা দেখে এলাকার অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছেন আপেলের বাগান করতে। প্রণবের এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে তাকে প্রশিক্ষণসহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নাজিরপুর কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *