ভারত থেকে গম রপ্তানির উপর আমিরাতের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- চার মাসের জন্য ভারত থেকে গম এবং গমের আটা রপ্তানির উপর ফের আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের রাষ্ট্রৗয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় দেশটির অর্থনীতি মন্ত্রণালয় এই পদক্ষেপের কারণ হিসেবে বৈশ্বিক বাণিজ্য প্রবাহে বাধার কথা উল্লেখ করেছে। তবে ভারত অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সংযুক্ত আরব আমিরাতে গম রপ্তানির অনুমোদন দিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটির অর্থনীতি মন্ত্রণালয়।

গত ১৪ মে বিদেশে গম রপ্তারি নিষিদ্ধ করে ভারত। তবে সংযুক্ত আরব আমিরাতের উপর নিষেধাজ্ঞা ছিল না। আগেই তাদের লেটার অব ক্রেডিট দিয়ে রেখেছিল দিল্লি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের থেকে গম, আটা, ময়দা কেনা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। শুধু তাই নয়, ভারত নিষেধাজ্ঞা জারির আগে যে সব সংস্থা গম, আটা রপ্তানির জন্য কিনে রেখেছিল, রপ্তানি করার আগে তাদের দেশের অর্থমন্ত্রণালয়ের কাছে আবেদন জানাতে হবে বলেও জানানো হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই শুল্কবিহীন বাণিজ্য চুক্তি রয়েছে ভারতের। চুক্তির আওতায় দুই দেশ পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে পরস্পরের থেকে কোনো শুল্ক নেবে না বলে ঠিক হয়। এ বছর মে মাস থেকেই ওই চুক্তির আওতায় বাণিজ্য শুরু হয় দুই দেশের মধ্যে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *