নিউজ ডেষ্ক- আবারো ফুটবলের প্রতি নিজের আবেগের প্রমাণ দিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ঝুঁকিপূর্ণ দর্শক গ্যালারি সংস্কারে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে প্রীতি ফুটবল ম্যাচের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ ঘোষণা দেন।
ব্যারিস্টার সুমন জানান, আমি ফেসবুকে হ্যালো গৌরীপুর লিখে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে একজন কমেন্ট করেছেন, ভাই গ্যালারিটা ভাঙা। ঠিক তখন আমি বুঝতে পেরেছি, গোরীপুরের গ্যালারিটা ঠিক করতে হবে। তিনি বলেন, গ্যালারিটা এভাবে ঝুঁকিপূর্ণ রাখা যাবেনা। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে আমার বাবার চার শতক জমি আছে, এ জমি বিক্রি করে হলেও গৌরীপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারিটা করে দেবো।
ফুটবলপ্রেমী সুমন বলেন, আমি ব্যারিস্টার হিসেবে হাইকোর্ট থেকে টাকা আয় করি। ময়মনসিংহের এক মক্কেলের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা আয় করেছি। এ টাকা আমি গৌরীপুরের স্টেডিয়ামের গ্যালারি সংস্কারের জন্য দিয়ে দেবো। ময়মনসিংহের টাকা আমি আর সিলেট নেবো না। আমি দুই লাখ টাকা বরাদ্দ করে যাচ্ছি, ভাবি (নিলুফার আনজুম পপি) যেদিন আমাকে বলবেন, সেদিনই আমি টাকাটা পাঠিয়ে দেবো।
এই আইনজীবি বলেন, আমরা চাইলে পারবো না, এমন কোনো জিনিস নাই। একমাত্র মাঠ, এ মাঠে যদি গ্যালারি ভালো না হয়, এটা আমাদের জন্য লজ্জার। এ সময় তরুণদের উদ্দেশে সুমন বলেন, জন্ম যেখানেই হোক, আপনারা যদি ঠিকমতো কষ্ট করেন তাহলে কোনো কিছুই আপনাদের দমিয়ে রাখতে পারবে না। আমাকে দেখেন, যে ছেলেটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারতো না, এরপরও শুধু কর্ম দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে। অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে।
এ ফুটবল ম্যাচটির আয়োজন করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি’ ও ‘গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থা’ দল এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। মাঠে উপস্থিত হওয়ার পর ব্যারিস্টার সুমন ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। দর্শকদের মধ্যে ছিল উত্তেজনা।