ব্যালট ছিনতাই করতে গিয়ে মেয়েসহ আ.লীগ নেতা আটক

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় কাবুল নামে স্থানীয় এক আ.লীগ নেতা ও তার মেয়েকে আটক করা হয়েছে। পরে আ.লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড এবং তার মেয়েকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

আর এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ১৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ। এসময় পুলিশের গুলিতে এক কৃষক আহত হন বলে জানা যায়। বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ঐ কৃষকেকে।

আজ (রোববার) উপজেলার আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা ভেটে কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন- ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কাবুল (৪৫) এবং তার মেয়ে কামরুন নাহার (২৫)। পুলিশের গুলিতে আহত হয়েছেন ওই গ্রামের আবুল হোসেন (৩৫)। জানা যায় আবুল উত্তর ঝাড়গাঁও গ্রামের বৈশাগু মোহাম্মদের ছেলে বলে।

আহত আবুল হোসেন বলেন, “আমি ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় পুলিশ আমার পায়ে গুলি করে। পুলিশ জানায়, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা চালালে বাধ্য হয়ে ফাঁকা গুলি করা হয়। এতে একজনের পায়ে গিয়ে গুলি লাগে। আর এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, “বর্তমানে কেন্দ্রের অবস্থা স্বাভাবিক রয়েছে। দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সদর উপজেলার সব ভোট কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটররা।”

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, “ব্যালট পেপার ছিনতাই চেষ্টার অভিযোগে অভিযুক্ত কাবুলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তার মেয়েকে ১০ হাজার টাকা জরিমানা করে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *