নিউজ ডেষ্ক- দর্শক-শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি। যার প্রশংসা পাড়া-মহল্লা থেকে শুরু করে সবখানেই ছড়িয়ে পড়েছে। দর্শকদের ভালো লাগার কথা চিন্তা করে নির্মাতা এবার ঈদে পাশা, শুভ, কাবিলা ও হাবুদের নিয়ে হাজির হচ্ছেন চমক নিয়ে। তাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন নাটক। নাম ‘ব্যাচেলর রমজান’।
এই নাটকের একটি স্থিরচিত্র এরই মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যায়, মিশু সাব্বিরের ইমামতিতে নামাজ পড়ছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও শিমুল। ইতিমধ্যেই স্থিরচিত্রটি ছড়িয়ে পড়েছে ফেসবুক দুনিয়ায় আর সবার মন্তব্যই ইতিবাচক।
স্থিরচিত্র দেখে সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, সেহরি নাইট পালনের দেশে বাংলা নাটকে এই দৃশ্য অবশ্যই সুন্দর। পিএম মিজান লিখেছেন, মাশাআল্লাহ। এমন সিকুয়েন্স বেশি বেশি সংযুক্ত করবেন আপনার কাজেও, আশা রাখি ভাই। শুভ কামনা আপনার আবারও এই পথচলায়।
সোহেল জামান লিখেছেন, ‘এই জিনিসটা আমি খুবই ভাবি। কলকাতার সিরিয়ালে দেখবেন ওদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান একদম পন্জিকা ধরে টেলিকাস্ট হয় কিন্তু আমাদের নাটক-সিনেমাতে কোনো শুদ্ধ ধর্মীয় বা পারিবারিক সামাজিক আচার অনুষ্ঠানের কোনো বালাই নেই। শুধুই প্রেম, মারামারি, রাজনীতি এসব, যেখান থেকে কোনো কিছু শেখার নেই। বরং উল্টো নৈতিকতার অবক্ষয়ের কারণ হয়ে দেখা দিচ্ছে। ধন্যবাদ ভাই।’ এমন অসংখ্য ইতিবাচক মন্তব্য পরেছে স্থিরচিত্রটি ঘিরে।
নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘‘এটি ‘ব্যাচেলর রমজান’ নাটকের একটি দৃশ্য। নাটকে দর্শকদের আনন্দ দেওয়ার মতো যেমন দৃশ্য আছে, আছে বিশেষ বার্তাও।’’ এদিকে, ‘ব্যাচেলর রমজান’ নাটকে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলমের পাশাপাশি থাকছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া। বর্তমানে চলছে এর শুটিং। আর ঈদের দিন নাটকটি প্রচার হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল।