ব্যাগেজ বিপাকে প্রবাসীরা, রুল জটিলতায় আইনের যুগোপযোগী সংস্কার দাবি

জাতীয় breaking subled

নিউজ ডেষ্ক-প্রবাসীদের ব্যক্তিগত পণ্য দেশে আসে ব্যাগেজ রুলে। তবে এক্ষেত্রে রয়েছে নানা সংকট। যার অন্যতম, কাস্টমস কর্তৃপক্ষ এক যাত্রীর বিএলে কয়েকজন প্রবাসীর মালামাল খালাসে অনুমোদন দিতে চায় না। আবার যৌক্তিক পরিমাণ নিয়ে অস্পষ্টতাও কাটেনি

ব্যাগেজ রুলে মালামাল আসা দেশগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরাত।দেশটির কার্গো ফরওয়ার্ডাররা বলছেন, সেখান থেকে বাংলাদেশে পণ্য পাঠাতে যে খরচ আর জটিলতা পোহাতে হয়, প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে এ চিত্র বিপরীত। প্রবাসী কল্যাণ পরিষদ সভাপতি মোসলেহ উদ্দিন বলেন, ইন্ডিয়া-পাকিস্তানের প্রবাসীরা ব্যাগেজ রুল ও কুরিয়ারে করে তাদরে মালামাল পাঠায়। এছাড়া মাঝে আর একটি নীতি প্রণয়ন করা প্রবাসীকে লক্ষ্য করে।

সম্প্রতি আবুধাবিতে মতবিনিময় সভায় মিলিত হন ফরওয়ার্ডাররা। যাতে উঠে আসে, রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি সরকারের নীতি সহায়তার কথা। সভায়, ব্যাগেজ রুলের কেউ অপব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বিশিষ্টজনেরা। তবে আইন প্রয়োগের নামে যাতে সবার কপাল না পোড়ে সেদিকে গুরুত্বারোপ করেন তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *