নিউজ ডেষ্ক- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের বাসিন্ধা ফারুক হোসেন, অসময়ে বেগুন গাছে কলম পদ্ধতিতে টমেটো চাষ করে স্বফলতা পেয়েছেন তিনি। তার স্বফলতা দেখে এলাকার অনেক কৃষক এ পদ্ধতিতে চাষ করার আগ্রহী হয়েছেন।
জানা যায়, কৃষক ফারুক হোসেন মাত্র ৫ শতাংশ জমিতে ১৫ হাজার টাকা খরচ করে ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। আরও ৬০ থেকে ৭০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। অসময়ে ভালো ফলন ও দাম পেয়ে তিনি অনেক খুশি।
মেহেরপুর আমঝুপি এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় গ্রাফটিং বা কলম পদ্ধতিতে টমেটোর চাষ করে কৃষকেরা স্বফলতা পেয়েছেন। আমরা মেহেরপুর কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চাষে উদ্বুদ্ধ করছি।
তিনি আরও বলেন, শুধু ফারুক হোসেন নয় আশা করছি আরো অনেক কৃষক অসময়ে কলম পদ্ধতিতে টমেটোর চাষ করতে শুরু করবেন। এতে করে তারা যেমন প্রচুর ফলন পাবেন ঠিক একইভাবে আর্থিকভাবে লাভবান হবেন।