উন্মোচন করা হলো বহুল প্রত্যাশিত আইফোন-১৩। বেইজিংয়ে ফ্ল্যাগশিপ স্টোরে এ সময়ের জনপ্রিয় মুঠোফোন আইফোনটি প্রদর্শন করা হয়। এদিন গ্রাহকদের বেশিরভাগই ছিলেন তরুণ ও যুবক।
এবারের ভার্সনে পিঙ্ক, ব্লু, মিডনাইট স্টারলেট ছাড়াও এসেছে রেড রঙের আইফোন-১৩। নতুন এ মডেলের ফোনটির পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ভিডিও কনটেন্ট তৈরিতেও নতুন আইফোন বেশ সুবিধা নিয়ে এসেছে। ক্যামেরায় দেওয়া হয়েছে সিনেম্যাটিক মুড।
তরুণ গ্রাহকদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হাই রেজুলেশনের ক্যামেরা সমৃদ্ধ মুঠোফোন। আর নতুন সিরিজের আইফোনটির রয়েছে ক্যামেরায় বিশেষ সুবিধা। এজন্য ফ্ল্যাগশিপ স্টোরে আসা গ্রাহকরা নতুন মডেলের ক্যামেরার জন্য ‘সিনেমাটিক মুড’ দেখে বেশ মুগ্ধ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেইজিংয়ের ফ্ল্যাগশিপে আসা এক গ্রাহক বলেন, আমি মনে করি হুয়াওয়ে এবং অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা আছে। এটি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সংমিশ্রণ। কিন্তু অ্যাপলের সফটওয়্যারের কারণে আমি অন্য ব্র্যান্ডে পরিবর্তন করব না। এর নিজস্ব সিস্টেম এবং প্ল্যাটফর্ম, সেইসাথে গোপনীয়তা সুরক্ষায় অনেক বেশি বিশ্বস্ত।
ব্যাটারি ও কার্যকারিতা পারফরম্যান্স বিচারে পুরনো মডেলগুলোর চেয়ে বেশ উন্নত আইফোন-১৩। পুরনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে এ ফোনটি। একইভাবে আইফোন-১৩ মিনি আগের চেয়ে এক থেকে দেড় ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। নতুন আইফোনগুলো চলবে অ্যাপলের তৈরি এ ১৫ বায়োনিক প্রসেসরে।
আইফোন-১৩ এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার, আইফোন-১৩ মিনি ৬৯৯ ডলার, আইফোন-১৩ প্রোর দাম ৯৯৯ ডলার। আর আইফোন-১৩ প্রো ম্যাক্সের দাম পড়বে ১ হাজার ৯৯ ডলার।