নিউজ ডেষ্ক- গত প্রায় ১৫ দিনের দাবদাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। তীব্র গরমের ফলে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন পশু-পাখি ক্লান্ত হয়ে পড়েছে। মৃদু দাবদাহের কারণে ক্ষেতে হাল-চাষ দিতে পারছে না কৃষকরা। একদিকে দিনাজপুরে দাবদাহ বেড়েছে, অন্যদিকে বৃষ্টির দেখা নেই। আর এই অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় একসাথে দিনাজপুরে বোচাগেঞ্জ ইস্তিস্কার নামাজ আদায় করেছে হাজারো ধর্মপ্রাণ মুসলিমরা।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার সকাল সাড়ে ৮টায় এই নামাজের আয়োজন করা হয়। নামাজ প্রায় পৌনে ১ ঘন্টা সময় ধরে চলে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন সেতাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা আবু তাহের সিদ্দিকী। নামাজে একসাথে ১ হাজার ২০০ মানুষ অংশ নিয়েছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
নামাজে অংশ নেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আব্দুল ওয়াহেদ শাহ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ইস্তিস্কার নামাজ শুরুর পূর্বে মাওলানা আবু তাহের সিদ্দিকী বলেন, মানুষের সম্পদ নিয়ে ফেরত না দেয়া, সুদ, ঘুষ, দূর্নীতি, অনাচার,অবিচার এবং সামাজিক অনিয়ম বেড়ে গেলে আল্লাহ পৃথিবীতে অনাবৃষ্টিও অতি বৃষ্টি দিয়ে থাকেন। প্রিয় নবীর আমলেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছিল। নামাজের পর দুই বার খুতবা এবং দাড়িয়ে হাত উল্টো করে ধরে মোনাজাত করা হয়।