নিউজ ডেষ্ক- সম্প্রতি আফগানিস্তানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও অনলাইন মাল্টি প্লেয়ার গেম পাবজি। টিকটক ও পাবজিতে মগ্ন হয়ে পথভ্রষ্ট হচ্ছে আফগানিস্তানের যুবসমাজ। আর ঠিক এ কারণেই আফগানিস্তানে টিকটক ও পাবজি নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার।
বৃহস্পতিববার (২১ এপ্রিল) দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশ কার্যকর করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণরা যাতে বিপথগামী না হয় সেকারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি বলেছেন, যুবসমাজ যেন বিপথগামী না হয় তা ঠেকাতে সর্বশেষ নিষেধাজ্ঞা জারি জরুরি ছিল। প্রথমবারের মতো ক্ষমতায় বসার পর এ ধরণের অ্যাপসের ওপর নিষেধাজ্ঞা জারি করলো তালেবান সরকার।
এর আগে ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে গান-বাজনায় নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। গান-বাজনা নিষিদ্ধ হওয়ার কারণে টিকটক ও পাবজির দিকে ঝুঁকে পরে তরুণরা। এবার দেশটিতে বিনোদনের এই পথও বন্ধ হয়েছে।
এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান সরকার ক্ষমতায় থাকাকালে আফগানিস্তানে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তবে তালেবান শাসনের অবসান ঘটলে দেশটিতে আবারও সংগীত চর্চার প্রসার ঘটে। ফের ক্ষমতা দখলে নিয়ে এসবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা।