বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বাংলাদেশ

নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডোনা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই সাথে সেই সময়ে আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কানাইঘাটের ডোনা সীমান্তে এ ঘটনা ঘটে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডোনা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা পুলিশ ও বিজিবিকে বিষয়টি জানান। বিকালে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুইজন হলেন- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে জানায় স্থানীয়রা। মরদেহ উদ্ধার করতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ডোনা সীমান্তের পার্শ্ববর্তী এলাগুল দরিদ্রপ্রধান এলাকা। এখানকার কিছু লোক প্রায়ই সুপারিসহ বিভিন্ন পণ্য চোরাইপথে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নিহতরাও একইভাবে ভারতে গিয়েছিল কি না, তা এখনও নিশ্চিত হতে পারিনি।

ওসি বলেন, যেহেতু মরদেহগুলো নো-ম্যানস ল্যান্ডে রয়েছে। তাই বিএসফের সঙ্গে আলাপ করে বিজিবি মরদেহ উদ্ধারের উদ্যোগ নেবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *