বিএনপির কর্মীসভায় ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১৫

রাজনীতি

নিউজ ডেষ্ক- ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মীসভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ হামলা একত্রিত হয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। আর এ হামলায় দলটির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে তাদের বিভিন্ন হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা জানান, আজ (শনিবার) বিএনপির মোহাম্মদপুর জোনের শেরে বাংলা থানাধীন ২৭, ২৮ ও ৯৯ ওয়ার্ড বিএনপির একটি কর্মীসভা ছিল। রাজধানীর ফার্মগেট এলাকার ছায়ানীড় রেস্টুরেন্টে আয়োজিত কর্মীসভায় উপস্থিত মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বক্তব্য দেওয়ার সময়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে বিএনপির অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন বলে জানা যায়। একইসাথে হামলাকারীরা রেস্টুরেন্টেও ভাঙচুর করেন বলে তারা জানান।

পুলিশকে জানিয়ে তারা কর্মীসভা করছিলেন জানিয়ে আমিনুল হক জানান, “স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফরিদুর রহমান ইরানের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দেশকে গণতন্ত্রহীন করার শেষ প্রক্রিয়ায় এ হামলা হয়েছে বলে তিনি জানান।”

তিনি বলেন, “আওয়ামী লীগ কখনোই তাদের বিরোধী মত ও দলকে সহ্য করতে পারে নাই। তারা কখনোই বিপক্ষ দলকে সহ্য করতে পারবেও না। ক্ষমতাসীন দলের এসব অঙ্গ সংগঠন শুধু তাদের দলের জন্যেই নয় এ জাতির জন্য কলঙ্ক। তারা হয়ত ভাবছে তারা এসব করে খুব সহজেই পার পেয়ে যাবে। কিন্তু তা কখনোই হবে না। ইনশাল্লাহ আমরা এ হামলার সমুচিত জবাব একদিন অবশ্যই দেবো।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *