বাড়ির সামনে গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা

রাজনীতি সর্বশেষ খবর

নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা  করেছে, তা জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে ইউনিয়নের বাজারপাড়া এলাকায় কাদেরের বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল লতিফ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান।

স্থানীয়  পুলিশের সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ। পথে গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। মধ্যরাতে হঠাৎ গুলি ও চিৎকারে শব্দ শুনে স্থানীয়রা জেগে ওঠে। সে সময় আব্দুল লতিফ মিয়াকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান তারা। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লতিফ মিয়াকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেটা এখনও জানা যায়নি। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, রাতে দুর্বৃত্তদের গুলিতে বাণীবহের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া নিহত হয়েছেন। তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্রুত ঘটনার কারণ উদঘাটন করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *