নিউজ ডেষ্ক- মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা চালানো সত্ত্বেও ভারতের প্রতি মার্কিন সমর্থনের বিষয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর। গতকাল বুধবার তিনি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে আলোচনার সময় ভারতের মুসলিমবিরোধী অবস্থানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান। খবর আনাদোলু।
ইলহান ওমর যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানকে প্রশ্ন করেন, এখনো কিভাবে যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের স্বাধীন ও উন্মুক্ত অঞ্চলের প্রচারণায় সমর্থন দিচ্ছে? পাশাপাশি এসব ইস্যুতে ভারত সরকারের সমালোচনা করার ব্যাপারে অনিচ্ছুক বৈশিষ্ট্যেরও নিন্দা করেন তিনি।
ইলহান বলেন, মুসলিমদের সাথে ভারতে যা করা হচ্ছে, সেটা আরো কতো তীব্রতর হলে আমরা কিছু বলতে পারবো বা বলতে যাবো? মোদি প্রশাসন তার দেশে মুসলিমসংখ্যালঘুদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে, প্রকাশ্যে তার সমালোচনা করার জন্য আমাদের আর কী করতে হবে?
শেরম্যান এ সময় উল্লেখ করেন, অবশ্যই মার্কিন প্রশাসনকে প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি মানের বৈচিত্র্যের জন্য দাঁড়াতে হবে। ওমর তাকে বলেন, এক্ষেত্রে আমি আশা করি আমরা কেবল আমাদের প্রতিপক্ষ নয়, প্রয়োজনে আমাদের মিত্রদের বিপক্ষে দাঁড়ানোরও চর্চা করব। বিষয়টি স্বীকার করে নিয়ে শেরম্যান জানান, যুক্তরাষ্ট্র সরাসরি নয়াদিল্লির কর্মকর্তাদের সাথে ভারতের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জানিয়েছে, মোদির দল বিজেপির শাসনামলে ভারতে মুসলিম সংখ্যালঘুরা ধর্মীয় অধিকার পালনে বাধার সম্মুখীন হয়েছে। তাদের এ সংক্রান্ত অধিকার অনেকাংশে হ্রাস পেয়েছে।
মোদি ও তার দল বিজেপি মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বৈষম্যমূলক আইন ও নীতি গ্রহণ করেছে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ ২০২১ সালের রিপোর্টে বলেছে, বিজেপির পক্ষপাতমূলক এসব আচরণ পুলিশ ও আদালতের মতো স্বাধীন প্রতিষ্ঠানেও প্রবেশ করেছে। ফলে এসব ক্ষেত্রেও মুসলিম সংখ্যালঘুরা হুমকি, হয়রানির শিকার হচ্ছে।