নিউজ ডেস্ক: কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছেন শীর্ষ সংগীত তারকা জেমস।
বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে বাংলালিংকের বিরুদ্ধে দুটি মামলার আবেদন করেন। এ মামলায় সমন জারি করে বাংলালিংক কর্তৃপক্ষকে হাজির হতে আদেশ দিয়েছেন আদালত।
কোনও ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। যার ফলে মামলা করতে আদালতে আবেদন করেছেন জেমস।’ এ বিষয়ে আদালতের শুনানি শুরু হয় আনুমানিক দুপুর ১২টার দিকে। এরপর আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় মামলার আসামিদের বিরুদ্ধে সমন জারি করে উক্ত পাঁচ জনকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করছেন।’
উল্লেখ্য, গত (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। এ সময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় মামলা করার জন্য নির্দেশ দিয়েছিলেন জেমসকে। পরবর্তীতে আদালত আরও বলেন, থানা যদি মামলা গ্রহন না করে সেক্ষেত্রে সরাসরি আদালত মামলা গ্রহন করবেন।
১৯৮৭ সালে জেমসের প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’ প্রকাশ পায়। আসিফ ইকবালের লেখা অ্যালবামের প্রতিটি গানে নতুন এক জেমসের জন্ম নেয়। আশির দশকের শেষে শুরু হয় তারকা জেমসের যাত্রা। ১৯৯৩ সালে ‘জেল থেকে বলছি’ প্রকাশ হয়।