নিউজ ডেষ্ক- এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই বাংলাদেশ শিবিরে চোটের হানা। ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান লেগে মাঠ ছাড়েন লিটন কুমার দাস। তিনি তখন ৮১* রানে ব্যাট করছিলেন। জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় দেখা গেল, অপরাজিত ফিফটি করা মুশফিকুর রহিমও ফিল্ডিং করছেন না।
জানা গেছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিটন। তার চোটের অবস্থা জানতে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট দেখে তার চোট সম্পর্কে জানা যাবে। অন্যদিকে ব্যাটিং করার সময় হাতে চোট পেয়েছেন মুশফিক। তার বদলে কিপিং করছেন এনামুল হক বিজয়। যিনি সর্বশেষ ২০১৪ সালে জাতীয় দলের হয়ে কিপিং করেছিলেন!
এদিকে মুশফিক আর লিটনের বদলি হিসেবে ফিল্ডিং করছেন তাইজুল ইসলাম এবং নাজমুল হোসেন। ৩০৩ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম চার ব্যাটার আজ ফিফটি করেছেন। লিটন ৮৯ বলে ৯ চার ১ ছক্কায় অপরাজিত ৮১*, তামিম ৮৮ বলে ৬২, এনামুল ৬২ বলে ৬ চার ৩ ছক্কায় ৭৩ আর মুশফিক ৪৯ বলে ৫ চারে করেন অপরাজিত ৫২ রান।