বাংলাদেশ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল

খেলা

নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সব ফুটবলারের করোনা ভ্যাকসিনের দুই ডোজ টিকা না নেওয়া থাকায় আগামী সপ্তাহে হতে যাওয়া ইন্দোনেশিয়া সফর বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ খবর জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তবে শনিবার দেশে আসছেন জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাববেরা। বাফুফের আশা, আগামী মার্চে জাতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করার।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ দলের সবার অবশ্যই দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। কিন্তু জাতীয় দলের অন্তত ১৩ জন ফুটবলার দুই ডোজ টিকা নেননি। তাই ইন্দোনেশিয়া সফর আপাতত সম্ভব হচ্ছে না।

ভিডিওবার্তায় কাজী নাবিল বলেছেন, ‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি আমাদের ইন্দোনেশিয়াতে দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। সে বিষয়ে আমরা সকল প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখ ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি।’

‘কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে, আমাদের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের সবাইকে ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে। আমাদের ১৫ জন খেলোয়াড়ের ডাবল ডোজ নেওয়া আছে। সাতজন নিয়েছে একটি ডোজ। আর ছয় কোনো ভ্যাকসিন নেয়নি।’

‘তো এই পর্যায়ে ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফরটি করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করি আগামী মার্চে যে আরেকটি ফিফা উইন্ডো আছে, তার আগে জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের জন্য একটি তালিকা করবো ৪০-৫০ জন খেলোয়াড়ের… তা করে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো।’

‘আমরা আশা করি মার্চে আমরা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারবো। আপাতত ইন্দোনেশিয়া সফরটি আমাদের হচ্ছে না। আমরা আজকে তাদেরকে জানিয়ে দিয়েছি, ভ্যাকসিনেশনের কারণে আমরা আসতে পারছি না। আশা করি সামনেই আবার জাতীয় দলের কার্যক্রম শুরু করতে পারবো।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *