নিউজ ডেষ্ক- প্রশ্নটি শুনে রিতিমত অবাক হয়েছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার রশিদ খান। তিনি পাল্টা জিজ্ঞেস করেন কে বলেছে? তখন তাকে বলা হয়,
‘শ্রীলঙ্কার দাসুন শানাকা বলেছেন, বাংলাদেশ তার কাছে আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ।’ এ কথা শুনে রশিদ খান বলেন, ‘আমরা কখনোই আমাদের প্রতিপক্ষকে সহজ কিংবা শক্ত দল ভাবি না। আর বাংলাদেশ কেমন দল তা আমরা জানি। তার যেকোনো সময় মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত থাকে।’
আসরের প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে ধরাশায়ী হওয়ার পর শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি, ফিজ (মুস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ।’
শানাকার এই বক্তব্য জন্ম দেয় নানা সমালোচনার। তবে পরেরদিন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ আমাদের চেয়ে ভালো দল।’ শানাকার বক্তব্যে তিনি বিস্ময়ও প্রকাশ করেন। এরপর গতকাল একই বিষয়ে শানাকার সঙ্গে দ্বিমত প্রকাশ করলেন আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান।
আজ আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আগামী ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা।