বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দেখা যাবে যে দুই চ্যানেলে

খেলা

নিউজ ডেষ্ক- নিউজিল্যান্ডে ১১ দিন চার দেয়ালে বন্দি থেকে জড়তা চলে এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের শরীরে। তবে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলন করে সেই জড়তা অনেকটাই কেটে গেছে।

ম্যাচ শুরুর আগে এভাবে কয়েক দিন অনুশীলন করতে পারলে শরীর ও মন দুটোই চাঙা হয়ে উঠবে বলে মনে করেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস।

ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ‍্যালয় মাঠে গতকাল (বুধবার) দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে মুমিনুল হকের দল। আগামী বছরের প্রথম দিন থেকে মাঠে গড়াবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। হাতে এখনও এক সপ্তাহের বেশি সময় রয়েছে মুশফিক-লিটনদের।

এই টেস্ট সিরিজ কোনো চ্যানেলে দেখা যাবে না বলে শোনা খবরে এতোদিন ধরে হতাশ ছিল টাইগার ক্রিকেটপ্রেমীরা।

তবে জানা যায়, দুটি চ্যানেলে দেখাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজটি। টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি ম্যাচ সম্প্রচার করবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটি ম্যাচ।

তিনি বলেন, “বাংলাদেশের দুটি চ্যানেলে খেলা দেখা যাবে মুমিনুল-মুশফিকদের খেলা। টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি ম্যাচ সম্প্রচার করবে। শুরুতে একটু সমস্যা ছিল, পরে আমাদের জানানো হয় খেলা দেখা যাবে। তাই হচ্ছে।”

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে কোন জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সে আক্ষেপ ঘোচানোর পালা মুমিনুলদের সামনে। আর কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে হলে জ্বলে উঠতে হবে টাইগার ব্যাটসম্যানদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *