বাংলাদেশ ক্রিকেট দলকে ‘অপমান’ করলেন পাকিস্তানের সাবেক ওপেনার

খেলা

নিউজ ডেষ্ক- পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে বাবর আজমের করাচি কিংস। টানা আট ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে তার দলের।

বৃহস্পতিবার অষ্টম ম্যাচেও রিজওয়ান ও খুশদিলের ব্যাটে মুলতান সুলতানসের কাছে হেরেছে দলটি। দলের এমন ব্যর্থতায় বাবরকে দোষারোপ করে সমালোচনায় ব্যস্ত অনেকেই। কিন্তু বাবরকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ‘অপমান’ করে বসলেন পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট।

উদাহরণ দিতে গিয়ে টেনে আনলেন ভারত ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রিকি পন্টিংকে।

বাটের মতে, দলের ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো না হলে ধোনি কিংবা পন্টিংয়ের মতো কিংবদন্তিদের অধিনায়ক করা হলেও তারা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না।

সম্প্রতি পিএসএলে ম্যাচ রিভিউ করতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট বলেন, ‘আমি বলব না যে, বাবর আজম অধিনায়ক হিসেবে খারাপ। পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক তিনি। এখন আপনি যদি এমএস ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তারাও বিশ্বচ্যাম্পিয়ন হবে না। যদি আপনাকে কিছু পরিবর্তন আনতে হয়, তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে।’

করাচি কিংস দলটিতে এবার তেমন কোনো বিশেষত্ব নেই মন্তব্য করে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার স্কোয়াডে সঠিক ভারসাম্য না থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন না। তেমনি-ই বাবর টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এই খেলোয়াড়দের পেয়েছে। যে কারণে দলের মধ্যে কোনো বিশেষত্ব নেই। তাই আপনি যত শক্তিশালী পরিকল্পনাকারীই হন না কেন, সাফল্য সম্ভব নয়।’

প্রসঙ্গত, ২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাট। সেই নিষেধাজ্ঞায় বাটের সঙ্গী ছিলেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। নিষেধাজ্ঞা কাটিয়ে আমির জাতীয় দলে ফিরলেও বাট ফিরতে পারেননি। তখন থেকে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি।

তথ্যসূত্র: ক্রিকটুডে, হিন্দুস্তান টাইমস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *