বন্ধ হয়ে গেছে ‘যুদ্ধ বন্ধের’ আলোচনা: রাশিয়া

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের সঙ্গে যে আলোচনা হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো এ ব্যাপারে বলেছেন, না, এখন আর কোনো আলোচনা হচ্ছে না। ইউক্রেন আসলে আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

এর আগে অনলাইনে যুদ্ধ বন্ধ করার জন্য যেসব আলোচনা হয়েছিল সেসব আলোচনা থেকে কোনো ফল পাওয়া যায়নি। এদিকে যুদ্ধ বন্ধ করার আলোচনা বন্ধ হলেও মারিউপোলের আজভস্টালে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের উদ্ধার করতে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

এরই অংশ হিসেবে সোমবার দুইপক্ষ আজভস্টাল থেকে আহত সেনাদের উদ্ধার করতে সম্মত হয়। অবশেষে মঙ্গলবার ২৬৪ জন আহত সেনাকে আজভস্টাল থেকে বের করে নিয়ে আসে রাশিয়া। এসব সেনাদের অবশ্য নিজেদের জিম্মায় নিয়েছে রুশ বাহিনী। তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণধীন একটি হাসপাতালে। বর্তমানে নিজেদের সেনাদের জীবিত ফিরে পাওয়ার দিকেই মনযোগ দিয়েছে ইউক্রেন।

সূত্র: আল জাজিরা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *