নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহত পাঁচজনের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আমতলা মোড় এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপায় বাসটি। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।