ফয়সালা রাজপথেই হতে হবে: আমীর খসরু

রাজনীতি

নিউজ ডেষ্ক- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনে বিদেশিদের সমর্থন থাকলেও ফয়সালা রাজপথেই হতে হবে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনলাইনে যুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সম্প্রতি দুটি সার্ভে রিপোর্ট পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। একটি সার্ভে হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব আগামী নির্বাচনের পর যে জাতীয় সরকারের কথা বলেছেন সেটার পক্ষে কারা আর বিপক্ষে কারা। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য আন্তর্জাতিক চ্যানেল এই সার্ভে করেছে। প্রায় ২৫ হাজার মানুষ এতে অংশ নিয়েছে। এদের মধ্যে ৮৬ শতাংশ মানুষ বলেছেন, তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক।’

‘আরেকটি সার্ভে করেছে ইকোনমিস্ট পত্রিকা। সারাবিশ্বে এই পত্রিকা খুবই জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। আমরা যে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটার পক্ষে কারা আছে সেটা নিয়ে সার্ভে হয়েছে। ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ বলেছে তারা নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের পক্ষে। সুতরাং জনমত বোঝার আর বাকি নেই। জনমত নিয়ে আর কোনো প্রশ্ন নেই। জনমত গঠিত হয়ে গেছে।’

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ মনস্থির করে ফেলেছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, তার পক্ষে জনমত স্পষ্ট হয়ে গেছে। এখন কীভাবে শেখ হাসিনার পতন ঘটাব, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে।’

ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। কিন্তু ফয়সালা হবে রাজপথে। ফয়সালা হতে হবে রাস্তায়। সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।’

একই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, আগামী বছর যেন আমরা ক্ষমতায় এসে ইফতার করতে পারি। এই মুহুর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর আওয়ামী লীগ কোন পথে পালাবে, সেই পথ খুঁজে পাবে না।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও গোলাম আকবর খোন্দকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *