নিউজ ডেষ্ক- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুইটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার দলের এক নেতা। ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময়ে তার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করা শাহবাজ গিল এক টুইট বার্তায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হুমকির ‘ভিডিও রেকর্ড’ প্রকাশের হুমকি দেওয়ার পর ফোন চুরি হয়ে গেছে।
সোমবার টুইট বার্তায় শাহবাজ গিল বলেন, গত শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দিয়ে ফেরার পথে শিয়ালকোট বিমানবন্দরে তার ফোন দুইটি চুরি হয়ে যায়। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর পর এই চুরির ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী যে ভিডিও রেকর্ড থাকার কথা বলেছেন তা তার ফোনে পাওয়া যাবে না।
এর আগে শিয়ালকোটের জনসভায় ইমরান খান দাবি করেন তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। আর হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি রেখে দিয়েছেন। প্রয়োজনে ভিডিওটি প্রকাশ করবেন বলে জানান ইমরান খান।
ইমরান খানের অভিযোগের জেরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ও রাজনৈতিক সমাবেশগুলোতে কড়া নিরাপত্তা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ইমরান খানের বাসভবন বানি গালায় ৯৪ জন নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
সূত্র: জিও নিউজ