নিউজ ডেষ্ক– সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। মাঠ কিংবা মাঠের বাহিরে সব জায়গায় আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে চলছে। এবার নতুন করে আলোচনার জন্ম দিলেন টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাবে না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। বিপিএল প্লেয়ার ড্রাফটের জন্য ঘোষিত ৬ ক্যাটাগরির ২১২ জনের তালিকায় কোথাও নাম রাখা হয়নি ফেনীর এই ক্রিকেটারকে।
আর বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ও প্রচণ্ড ক্ষুব্ধ এই পেস অলরাউন্ডার। সাইফউদ্দিনকে বিপিএল না রাখার প্রধান কারণ তিনি পুরোপুরি ফিট নন।
পিঠের পুরনো ব্যাথা মাথাচারা দিয়ে ওঠায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে আসেন অলরাউন্ডার সাইফ। ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও মাঠে নামা হয়নি তার। ফিট না থাকায় নিউজিল্যান্ডের বিমানও ধরা হয়নি তার।
এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি সাইফ। যদিও বোলিং করতে না পারলেও ব্যাট চালাতে পারছেন ঠীকই। তার ফিজিও এবং চিকিৎসকরা জানিয়েছেন, সাইফউদ্দিনকে দিয়ে বোলিং করানো ঠীক হবে না এ মুহূর্তে। তাই এখনও বোলিংয়ের অনুমতি দিচ্ছেন না। এর জন্য আরও কিছুদিন সময় লাগবে তার। তবে ব্যাট করতে পারবেন, তাতে কোনো ধরনের ঝুঁকি নেই।
অর্থাৎ আসন্ন বিপিএলে অলরাউন্ডার হিসেবে নয়; ব্যাটার হিসেবে দলে ভেড়াতে হবে উদীয়মান এই ক্রিকেটারকে। কিন্তু তাতে সাড়া দেয়নি বিপিএলের কোনো ফ্রাঞ্চাইজি।
এদিকে ড্রাফটের তালিকায় নিজের নাম না দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন। সাইফউদ্দিন নিজের ফেসবুক পেজে লিখেছেন, “আমাদের মত সাধারণ জুনিয়র প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোন সময় নেই হয়তো। কারো প্রতি কোন অভিযোগ নেই; কিন্তু অভিমান আছে অনেক।”