নিউজ ডেষ্ক- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ নিশির বিরুদ্ধে।
ভুক্তভোগী ছাত্রলীগ নেতার নাম এহসানুল হক ইয়াসির। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। বর্তমানে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ শীর্ষ পদ প্রত্যাশী। আজ সোমবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের ওই নেতা বলেন, আমরা ফুল দিতে যাচ্ছিলাম এমন সময় নিশি আমার ওপর হামলা করেন। তার আঘাতে আমার মাথা ফেটে গিয়েছে। আমাকে কেন মারধর করা হল আমি কিছুই বুঝতে পারিনি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বেনজির হোসেন নিশি। তিনি বলেন, শহীদ মিনারে এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমার নামে এটি মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।