নিউজ ডেষ্ক- ইসরায়েলের বিভিন্ন কারাগার ও বন্দী শিবিরগুলোতে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন। নারী ও শিশুসহ অন্তত চার হাজার ৪৫০ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন। ইসরায়েলের কারাগারে কতজন বন্ধী রয়েছেন এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রোববার (১৭ এপ্রিল) আল-জাজিরার ওই প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের কারাগার ও বন্দী শিবিরগুলোতে অন্তত ৪ হাজার ৪৫০ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ১৬০ জন শিশু ও ৩২ জন নারী রয়েছেন। এদের মধ্যে ৫৩০ জনকে কোনো অভিযোগ ও বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। বাকিদের মধ্যে ৫৪৯ জনকে ইসরায়েলের বিভিন্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যারা সামরিক আদালতে শিশুদেরও বিচার করে। ২০০০ সাল থেকে ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে বন্দী করা হয়। এদের বেশির ভাগের বিরুদ্ধে ‘পাথর নিক্ষেপ’ করার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সাল জুড়ে ইসরায়েলের সামরিক বাহিনী প্রায় ৮ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে ১৩০০ শিশু এবং ১৮৪ জন নারী। সূত্র:আলজাজির