পটুয়াখালীর মির্জাগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের মালামাল চুরির অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ইউএনও-সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, অভিযুক্তের নাম মো. ফজলুল হক। তিনি উপজেলার মধ্য বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগে বলা হয়, করোনাকালীন সময়ে দীর্ঘদিন বিদ্যালয়ের কাজ বন্ধ থাকে। এই সুযোগে শিক্ষক ফজলুল হক বিদ্যালয়ের নির্মাণ কাজের জন্য আনা দুই থেকে তিন হাজার ইট অন্যত্র সরিয়ে রাখেন। পরে গত ২১ জানুয়ারি বিদ্যালয়ের পাশে তার এক আত্মীয়ের বাড়ি থেকে দুই হাজার ইট, কাঠ ও বাঁশ উদ্ধার করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের একটি কক্ষে রড ও পানির পাম্প রাখে। কক্ষের চাবি ছিল ফজলুল হকের কাছে। কিন্তু পরে আর সেগুলো পাওয়া যায়নি। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি প্রতিষ্ঠানটিকে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
জানা গেছে, গত অর্থ বছরে মেরামতের জন্য বিদ্যালয়টিকে দুই লাখ টাকা বরাদ্ধ দেওয়া হলেও নির্মাণাধীন ভবনের মালামাল দিয়ে তিনি শুধু ৩০ ফুট বাই ১৫ ফুট টিনশেড ভবন নির্মাণ করেন। বাকি টাকা আত্মসাৎ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক বলেন, ‘রড ও ইট চুরি হওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। আর পানির পাম্পের জন্য ঠিকাদারকে টাকা দিতে চেয়েছি।’ এদিকে, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।